মাটির মুর্তি
প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২২, ৭:৫৭ অপরাহ্ণ /
১০৮

সৈয়দ ইসমাইল হোসেন জনি
ধর্ম যারযার
আনন্দ সবার ,
এই কথা বোধগম্য
নয় আমার ।
কারণ আমাদের
ঈদের নামাজে ,
অন্য ধর্মের
লোকজন কি আসে?
সুতরাং এ অবান্তর কথার
কোনো ভিত্তি নাই ,
আমার কথায় কে কে রাজি
জানতে আমি চাই ?
এক ধর্মের সাথে অন্য ধর্মের
বিস্তর বিভেদ ,
ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা
নবীজির নিষেধ ।
সকল ধর্মের প্রতি সদা
থাকি শ্রদ্ধাবান ,
ইসলাম আমার শ্রেষ্ঠ ধর্ম
আমি মুসলমান ।
কাদামাটি দিয়ে দেবদেবী বানিয়ে
করিনা আমি ফুর্তি ,
মশা তাড়ানোরও ক্ষমতা নাই
শুধুই মাটির মুর্তি ।
আপনার মতামত লিখুন :