মহিমান্বিত আল কোরান
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২২, ৫:৩৬ অপরাহ্ণ /
৩৩৮

সৈয়দ ইসমাইল হোসেন জনি
আমি কোরানকে ভালোবাসি
কারণ, আমি মুসলমান ,
বিনা শর্তে কোরান বিশ্বাসী
কোরানই শ্রেষ্ঠ সংবিধান ।
আল্লাহ্র পবিত্র কালাম
পাক কোরানের মর্মবাণী ,
তার প্রতি হাজার ছালাম
আল্লাহ্ হলেন মহাজ্ঞানী ।
কোরানের স্পর্শে আলোকিত
সর্বজন হয় এ জগতে ,
কোরানের আলো প্রোজ্জ্বলিত
রাখবেন আল্লা নিজ হাতে ।
আল কোরানে মধুর খনি
সন্দেহের অবকাশ নাই ,
মানলে দোজাহানের ধনি
জীবন সফল হবে ভাই ।
আমার প্রিয় রাসূলুল্লাহ ( স: )
পেলেন কোরান উপহার ,
যার খাতিরে মহান আল্লা
নাযিল করে কোরান তার ।
নির্ভুল আসমানি কোরান
কোন প্রকার সন্দেহ নাই ,
মোমিনদের প্রাণের প্রাণ
ঐ কোরানের তুলনা নাই ।
যিনি কোরান শুনবে কর্ণে
সমান নেকী পাবেন ভবে ,
কোরান পাকের প্রতি বর্ণে
কমপক্ষে দশ নেকী হবে ।
কোরান বিশ্ব মানবতার
একমাত্র মুক্তির দিশারী ,
সমস্ত বিশ্বে দানবতার
আল কোরান বিরুদ্ধচারী ।
যাকে আল্লা কোরান দিলেন
তিনি হলেন মহামানব ,
বন্ধু হিসাবে বুকে নিলেন
ঐ দয়াময় মহান রব ।
আদেশ নিষেধ লিপিবদ্ধ
নবীর স্পর্শে ধন্য কোরান ,
প্রতিটি সূরা জীবন্ত পদ্য
আল্লাহ্র জ্বলন্ত প্রমাণ ।
অর্থ বুঝে কোরান পড়ুন
জ্ঞানের ভাণ্ডার এ কোরান ,
গভীর ভাবে ভক্তি করুন
না মানলে হবে বেঈমান ।
হে দয়াময় তুমি আমায়
কোরানের বুঝ দান করো ,
তোমার দয়া ভালোবাসায়
এ অধমের জীবন গড়ো ।
নবী ও তোমার ভালোবাসা
চাই আমি এস.আই. জনি ,
মিটাও মনের স্বপ্ন আশা
দোজাহানের বানাও ধনি ।
তুমি মহিম তুমি মহান
ওগো দয়াল মালেক সাঁই ,
পাক কোরান তোমারি দান
তোমার কোনো তুলনা নাই ।
কোরান শ্রেষ্ঠ জানতে পেরে
পাক চরণে লুটাই শির ,
আমায় তুমি যেওনা ছেড়ে
মহান আল্লাহ্ দস্তগীর ।
মরণকালে কালেমা মুখে
দুনিয়া থেকে নেবো বিদায় ,
তোমার ঐ কুদরতি বুকে
আছি মিলবার অপেক্ষায় ।
বলে কখনো শেষ হবেনা
আল কোরানের গুণগান ,
মরলে সাথী কেউ হবেনা
সাথে থাকবে আল কোরান ।
জীবনে মরণে প্রতিক্ষণে
মুখে যাদের থাকে কোরান ,
মায়াময় সুন্দর ভুবনে
সেই লোকজন ভাগ্যবান ।
পরিপূর্ণ কোরানের জ্ঞান
দান করো তুমি অন্তর্যামী ,
তোমার শ্রেষ্ঠ আল কোরান
জীবনে মরণে চাই আমি ।
কোরান পড়লে শান্তি লাগে
সুশীতল হয় দেহ প্রাণ ,
আল্লার অস্তিত্ব মনে জাগে
মহিমান্বিত আল কোরান ।
আপনার মতামত লিখুন :