ভোলা জেলা ছাত্রদলের সভাপতি পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২২, ৩:৫০ অপরাহ্ণ / ২০৭
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন বলেন, ‘নুরে আলমের ময়নাতদন্ত হবে কি না, তা ঢাকার নেতারা সিদ্ধান্ত নেবেন।’

গত রোববার ঘটনার দিন সংঘর্ষকালে গুলিতে আবদুর রহিম মাতব্বর নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হন। এ নিয়ে ওই সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হলো। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় আহত হয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে অনেকে চিকিৎসাধীন আছেন।