ভাদ্দুরের গরমে


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২২, ৯:২১ পূর্বাহ্ণ / ২৬৮
ভাদ্দুরের গরমে
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
বাইশের ভাদ্দুরে দেশ জুড়ে
চৈত্রের মতো হাওয়া,
দমফাটা গরমে ঘর ছেরে
যায় না কোথাও যাওয়া।
বিদ্যুৎ ছাড়া মনে হয় ঘরে
আছি যে নরকে,
হাওয়ার তরে ছুটে চলি
গাছ ভরা সড়কে।