মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলা পৌর শহরে গতকাল ১লা সেপ্টেম্বর শুক্রবার প্রায় সাড়ে ১২টার সময় গভীর রাতে চৌধুরী মার্কেটে ভয়াবহ অগ্নকান্ডে প্রায় ২০টি দোকান আগুনে ভস্মিভুত হয়েছে।
স্থানীয় অনেকে জানান, গত শুক্রবার দিবাগত রাতে প্রায় সাড়ে ১২টার দিকে বোদা বাজার চৌধুরী মার্কেটে ৮টি মসলার দোকান,৫ টি কম্পিউটার দোকান ও বড় সূতার দোকান সহ প্রায় ২২ টি দোকান আগুনে পুড়ে যায়। একটি মসলার দোকানের মোমবাতির আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশে পাশের দোকানগুলি পুড়ে ভস্মিভুত হয়।
বোদা ফায়ার সিভিল সার্ভিস ঘটনা স্থলে আসলেও যান্ত্রিক ত্রুটির জন্য আগুন নেভাতে বিলম্বিত হয় পরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা থেকে একটি ফায়ার সার্ভিস ও ঠাকুরগাঁও জেলা থেকে ১টি ফায়ার সার্ভিসের গাড়ী এসে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ প্রচেষ্টায় ১ ঘন্টা পর আগুনকে নিয়ন্ত্রনে আনেন। পাশে হামিদুর নামের এক মসলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়া জানান।কেউ বলছেন বিদ্যুৎ এর সট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। আবার অনেকেই ববলছেন, আগুন লাগার আগে কোন বিদ্যুৎ না থাকায় মোমবাতির আগুন থেকে এদুর্ঘটনার সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ধারনা জানিয়েছে। আগুনে পুড়ে যাওয়া কয়েকটি মসলার দোকান,এবং বড় বড় সূতা ও জালের দোকান সহ টেপরেকর্ডের কম্পিউটারের দোকানগুলো মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় দেড় কোটি টাকার মত ক্ষয় ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।
মসলার দোকানের মালিক আয়ুব আলী জানান, আগুন লাগার প্রথমেই ৫টি দোকান পুড়ে ধংস হয়ে যাওয়ার পর আসে বোদা ফায়ার সার্ভিস কিন্তু যান্ত্রিক ত্রুটি ও পানি সরবরাহ করতে বিলম্বিত করার ফলে আগুন নেভাতে ব্যার্থ হয় বলে অন্যান্য দোকানদাররা তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।
এদিকে আগুনের পুড়ে যাওয়ার সংবাদ পেয়ে গভীর রাতে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি,বোদা পৌর মেয়র আলহাজ্জ আজাহার আলী ও বোদা উপজেলা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু ইমতিয়াজ হোসেন মির্জা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। বোদা থানার পুলিশ কাল রাত থেকে সকাল পর্যন্ত পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন ও পাহারা দিতে দেখা গেছে। এদিকে বোদা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের খবর জেনে বোদা – দেবীগঞ্জের ২ আসনের এমপি ও রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন মহোদয় ঘটনা স্থল পরিদর্শনে ঢাকা থেকে বোদার উদ্যেশ্যে রওয়ানা দিয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :