বোদায় কালিয়াগঞ্জ নজিরাতন দ্বি- মুখি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুট বল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন:রেলপথ মন্ত্রী,
প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২২, ৮:২৩ অপরাহ্ণ /
৯১

মাজহারুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ বোদা উপজেলায় কালিয়াগঞ্জ নজিরাতন দ্বি- মুখি উচ্চ বিদ্যালয়ের মাঠে
প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী ,
সভাপতি পঞ্চগড় আওয়ামীলীগ এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি। বিশেষ অতিথি জনাব মোঃ জহরুল ইসলাম জেলা প্রশাসক পঞ্চগড়,জনাব মোঃ এস এম সিরাজুল হুদা পুলিশ সুপার পঞ্চগড় জনাব মোঃ সোলেমান আলী উপজেলা নির্বাহী অফিসার বোদা পঞ্চগড়.জনাব মো:এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা মেয়র বোদা পৌরসভা, বোদা পঞ্চগড় ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বোদা উপজেলা শাখা।
আপনার মতামত লিখুন :