বৃষ্টি বিলাস
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২২, ১২:৩৭ অপরাহ্ণ /
৩৫৩

প্রণব মন্ডল
আকাশ জুড়ে আজ মেঘের ঘনঘটা
এখনি বুঝি নামবে বৃষ্টির শ্রাবণধারা।
তোমাকে মনে পড়ে গেল সহসা
বলেছিলে তুমি সেদিন প্রভাতে ,
একদিন ঝুম বৃষ্টিতে ভিজব দুজনে
পায়ে পায়ে হেঁটে যাব দূর কুঞ্জবনে।
হাতে হাত রেখে সিক্ত হবো বৃষ্টির মায়াজালে
দু ফোঁটা জল রঙ ছড়াবে তোমাতে আমাতে
এমনি করে কাটব প্রহর নির্জনে।
এসো তবে আজ মনের দুয়ারে সঙ্গোপনে
গোলাপ রঙে রাঙিয়ে দাও তোমার স্পর্শে
হারিয়ে যাই রিমঝিম বৃষ্টির ছন্দে,
গল্প কথায় মুখরিত থাকি আনন্দে।
সবটুকু স্মৃতি আমরা রাখিব যতনে
মনের স্বপ্নিল ভূবনে।
তুমি হীনা বৃষ্টিবিলাস পাবে না পূর্ণতা
মনপবনে নিয়ে এসো সুখের বারতা।
অপেক্ষাতে গুনছি প্রহর অনুক্ষণ
কবে পাব তোমার আমন্ত্রণ ।।
আপনার মতামত লিখুন :