বীরশ্রেষ্ঠ
প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৩, ৬:০১ অপরাহ্ণ /
৫৫

মুহাম্মদ আলম জাহাঙ্গীর
রুহুল আমিন জাহাঙ্গীর
রউফ মতিউর,
নুর মোহাম্মদ মোস্তফা কামাল
এবং হামিদুর।
মুক্তিযুদ্ধে করছে লড়াই
পেতে স্বাধীন দেশ,
প্রাণপণ তাঁরা যুদ্ধে করে
জীবন করে শেষ।
হাসি মুখে শহিদ হয় যে
দেশ ও জাতির জন্য,
তাঁদের সব ত্যাগ স্বরণ করে
জাতি হয় যে ধন্য।
স্বাধীনতার পরে সরকার
তাঁদের ত্যাগের তরে,
বীরশ্রেষ্ঠ বীর খেতাব দিয়ে
রাখে অমর করে।
আপনার মতামত লিখুন :