বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাত


প্রকাশের সময় : জুলাই ৬, ২০২২, ৮:৩৬ পূর্বাহ্ণ / ৪১২
বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাত

১০ জুলাই (রোববার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। পবিত্র ঈদুল আজহায় প্রতিবছরের মতো এবারও রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত হবে। বায়তুল মোকাররমে সকাল থেকে পর্যায়ক্রমে পাঁচটি জামাত হবে।

ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয়টি সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ ঈদের জামাত হবে বেলা পৌনে ১১টায়। ইসলামিক ফাউন্ডেশন থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।