বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২২, ৫:৪৫ অপরাহ্ণ / ১১৯
বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
চুয়াডাঙ্গা প্রতিনিধি :- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বাঁকা ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম মোতালেব হোসেন (৫২)। তিনি উপজেলার বাঁকা ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মোতালেব হোসেন ভ্যানে যাত্রী নিয়ে জীবননগরে আসেন। যাত্রী নামিয়ে তিনি বাড়ির পথে রওনা দেন। বেলা ১১টার দিকে বৈদ্যনাথপুরের মসজিদের সামনে পৌঁছালে জীবননগর থেকে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রীবাহী বাস ওই ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোতালেব মার যান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল খালেক বলেন, দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের এ বিষয়ে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।