সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে স্বেচ্ছাসেবক লীগ এর নবনির্মিত অফিস উদ্ভোধন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় ১৭ সেপ্টেম্বর সন্ধায় বাগেরহাট সদরের খারদ্বারে নবনির্মিত এই অফিস উদ্ভোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ ফিরোজুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক লীগ এর আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল,যুগ্ন আহবায়ক ও অফিস তৈরির প্রধান উদ্যোক্তা সরদার আঃ কাদের, যুগ্ন আহবায়ক বিশ্বজিৎ সরকার,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি ইমরান আহমেদ মনি,সাধারন সম্পাদক মুকুল মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সোহেল রানা বাবু,স্বাস্হ্য ও জন সংখ্যা বিষয়ক সম্পাদক মো সুমন হাওলাদার,শংকর সাহা,বাবু ফকির,জিলানী সহ ব্যাপক সংখ্যক নেতা কর্মী। এসময়ে প্রধান অতিথির বক্তব্যে শেখ তন্ময় বলেন দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে ও আগামী জাতীয় নির্বাচনে এই অফিস নেতা কর্মীদের জন্য ব্যাপক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক :- তাসলিম হাসান। অফিস :- ৩৩ তোপখানা রোড, মেহেরুবা প্লাজা,পল্টন,ঢাকা -1000। মোবাইল :- 019 12 420 228 । ইমেল :- ainerchokh03@gmail.com। ওয়েবসাইট :- www.ainerchokh.com। ওয়েবসাইট :-www.epaper.ainerchokh.com।
ই পেপার