বাগেরহাটে রেফারেল ফোকাল পার্সনদের নিয়ে ফলোআপ ওয়ার্কশপ অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণ /
বাগেরহাটে রেফারেল ফোকাল পার্সনদের নিয়ে ফলোআপ ওয়ার্কশপ অনুষ্ঠিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জেন্ডারভিত্তিক সহিংসতা রোধে  রেফারেল ফোকাল পার্সনদের নিয়ে ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ মিলনায়তনে ইউ এন এফ পি এর সহযোগীতায় বেসরকারী সংস্হা আর আর এফ এর আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান। আর আর এফ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর নার্গিস আনিসা সুলতানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন,জেলা তথ্য কেন্দ্রের তথ্য সেবা কর্মকর্তা সাবিকুন নাহার (তথ্য আপা),বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নিশাত তাসনিম,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজগর আলী,UNFPA এর ফিল্ড অফিসার ডাঃ নূর এ আলম সিদ্দিক,আর আর এফ এর ডি ডি পলাশ নন্দী,আর আর এফ এর মনিটরিং অ্যান্ড ডকুমেন্টস অফিসার বৈশাখী আফরিন,প্রেস ক্লাবের সহ সভাপতি ইশরাত জাহান সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ। কর্মশালায় জেন্ডারভিত্তিক সহিংসতা রোধে রেফারেল ফোকাল পার্সনদের করনীয় নিয়ে আলোচনা করা হয়।