বাগেরহাটে কাভার্ডভ্যানচাপায় যুবক নিহত


প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২২, ৫:৩৬ অপরাহ্ণ / ৮৫
বাগেরহাটে কাভার্ডভ্যানচাপায় যুবক নিহত

বাগেরহাট প্রতিনিধি :- মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারা যান যুবক
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় রাজু সরকার (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২ অক্টোবর) দুপুরে ফকিরহাটের খুলনা মাওয়া মহাসড়কে পালের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লাহাট উপজেলার উত্তর আমবাড়ি গ্রামের তপন সরকারের ছেলে।

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ বলেন, বাগেরহাটের কাটাখালী থেকে মোটরসাইকেল চালিয়ে মোল্লাহাটের দিকে যাচ্ছিলেন রাজু। পথে খুলনাগামী একটি কাভার্ডভ্যান এসে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাজু মারা যান।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান  বলেন, ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে।