বাগান


প্রকাশের সময় : আগস্ট ২, ২০২২, ৩:০৭ অপরাহ্ণ / ২০৬
বাগান

মুহাম্মদ আলম জাহাঙ্গীর

আষাঢ় শ্রাবণ বাংলাদেশে
বৃষ্টি বেশি পড়ে,
বৃষ্টির পানি পড়ে ধরায়
জমিন উর্বর করে।
পেয়ে সবাই উর্বর ভূমি
পুকুর রাস্তা বাড়ি,
ফলজ বনজ ওষুধি গাছ
লাগাই সারি সারি।
করলে রোপণ গাছের চারা
শিশু-কিশোর সবে,
সবুজ শ্যামল এই ধরনী
কার্বনমুক্ত রবে।
ফুলে ফলে অক্সিজেনে
ভরতে সবুজ’ই প্রাণ,
এসো সবাই বেশি করে
তৈরী করি বাগান।।