বাঁশতলা
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২২, ২:৩৫ অপরাহ্ণ /
৪৫৫

প্রণব মন্ডল
কাটল মোর শিশুকাল ভোর বেলাতে হায়!
খেলার ছলে পেরিয়ে গেলো মায়ের কোলে প্রায়।
যৌবন এলো দুপুরবেলা স্বপ্ন ঘেরা রঙ্গের খেলা,
হুশ হারা এক পথিক সেজে চলছি ছুটে কালবেলাতে ।
বিকাল বেলা অস্তরাগে দাঁড়িয়ে আছি নদীর পাড়ে,
হারিয়ে গেছে সব কিছু মোর বেলা শেষে অন্ধকারে।
ষাট্টি বছর কেমন করে কেটে গেলো এক নিমিষে,
সময় খানি পাগলা ঘোড়া হায়রে জীবন ভোগ বিলাসে।
এমনি করে কখন যেন এসে গেছি সেই খানেতে,
অদৃশ্যের এক ডাক শুনেছি যেতে হবে বাঁশতলাতে।
আপনার মতামত লিখুন :