প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ / ১৪
 প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

শরিফ মিয়া  দেওয়ানগঞ্জ (জামালপুর)

একটি জাতীয় দৈনিক পত্রিকায়  ” বিনা অনুমতিতে সরকারি গাছ কর্তন ” শিরোনামে সংবাদের প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় দেওয়ানগঞ্জ গরু- হাট কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ  হাট- বাজার কমিটি এ সম্মেলনের  আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন, হাট কমিটির ইজারদার মাহবুবুর রহমান মাহবুব, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান চাঁন,যুব ও ক্রীড়া সম্পাদক ও হাট কমিটির সদস্য  বিকাশ কবির ইমরান। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য শোনান- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাট কমিটির সদস্য মহিবুল ইসলাম যুবরাজ। তিনি বলেন,গত ১৬ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকায় ৯ নং পৃষ্ঠায় উল্লেখিত শিরোনামে প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে, যে সংবাদ প্রচার করা হয়েছে তা ভিত্তিহীন ও   উদ্দেশ্য প্রোণদিত। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয়  ও আমার উপজেলা আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংবাদদাতাকে ভুল ও মিথ্যা তথ্য প্রদান করে যে সংবাদ প্রচার করা হয়েছে তা আদৌ সত্য নয়।