পীরগাছায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
প্রকাশের সময় : জুন ৯, ২০২২, ১১:০৩ পূর্বাহ্ণ /
৩০৭

রংপুরের পীরগাছায় মেয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ কামদেব এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শেফালী বেগম (৭০) পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম সরকারটারী গ্রামের আবুল কাশেমের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেফালি বেগম উপজেলার ছাওলা ইউনিয়নের আমপাইকর গ্রামে তাঁর মেয়ের বাড়িতে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। ব্যাটারিচালিত অটো ভ্যানে কালীগঞ্জ বাজার থেকে পীরগাছায় আসার পথে কামদেব এলাকায় এলে তাঁর গলায় থাকা ওড়না ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এ সময় তিনি চিৎকার করে রাস্তার ওপর পড়ে যান। দ্রুত তাঁকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যান।
আপনার মতামত লিখুন :