পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নাজমুল আহসান


প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২২, ৬:২৪ অপরাহ্ণ / ৬৯
পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নাজমুল আহসান

নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান নাজমুল আহসানকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতির পর পদায়ন করে রোববার (১১ ডিসেম্বর) আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই দিনে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।