স্টাপ রিপোর্টার মো মামুন মোল্যা
পাকমন পিপলস্ পাটির পক্ষ থেকে ৩৭ তম সাংস্কৃতি সমাবেশ অনুষ্ঠিত। আজ ১৭ -সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাকমন পিপলস্ দলের মহাসচিব খন্ডকার আসরাফ সিদ্দিকি সঞ্চলনায় পাকমন পিপলস্ পার্টির সভাপতির সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকমন পিপলস্ পাটির মহাসচিব খন্দকার আসরাফ সিদ্দিকি, দলের সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, দলের সহ সভাপতি ডা. ফাহিমা সুলতানা,পাকমন ওলামা দলের সভাপতি বিশিষ্ঠ আলেম জনাব খন্দকার মো ঃ নূরুল আমিন,পাকমন ওলামা দলের সাধারণ সম্পাদক এম হাসান মাসুম,ঢাকা দক্ষিনের সভাপতি রানা ইসলাম, ঢাকা দক্ষিনের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,পাকমন শ্রমিক দলের সভাপতি মো ঃ ফেরদৌস খান, পাকমন শ্রমিক দলের সহ সভাপতি মোঃ সাকিব খান প্রমুখ্য।
আপনার মতামত লিখুন :