পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২২, ১:৩২ অপরাহ্ণ / ৩৫৯
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

ভূদা উপোজেলা প্রতিনিধি ঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জুয়েল ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের চতুরাডাঙ্গী সুতিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু জুয়েল টেপ্রিগঞ্জ ইউনিয়নের চতুরাডাঙ্গী সুতিপাড়া এলাকার আমজাদ আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে থাকা পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে জুয়েল। গোসলের একপর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করতে না পেরে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ৩ ঘন্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ঐ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।