নৌ-পথ অবরোধ করার দাবি জেলা যুবদল নেতার।


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৩, ১২:২১ অপরাহ্ণ / ৫৩
নৌ-পথ অবরোধ করার দাবি জেলা যুবদল নেতার।
  • কাদির মিয়া (তপন) নারায়ণগঞ্জ ঃ
     বিএনপির ডাকা  ৩ দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে নৌপথে অবরোধ  কর্মসূচি পালনের দাবি করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক  খাইরুল ইসলাম সজীব।
    (২ নভেম্বর) বৃহস্পতি বার সকালে সোনারগাঁ থানায় প্রবাহিত মূল মেঘনা নদী থেকে কয়েক কিলোমিটার দূরে বয়ে চলা শাখা নদীতে ইঞ্জিন চালিত নৌকায় চরে  কিছু সংখ্যক বিএনপি নেতাকর্মী স্বল্প সময়ের জন্য এই কর্মসূচি পালন করেন।
    এ সময় মূল মেঘনা নদীতে লাইটার জাহাজ, যাত্রীবাহী লঞ্চ ও বিভিন্ন কোম্পানির পণ্যবাহী জাহাজ চলাচল করতে দেখা গেলেও  অবরোধ কারীদের কাউকে নৌ চলাচলে বাধাদিতে দেখা যায়নি।
    এবিষয়ে থানা আওয়ামী লীগ নেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন,  বিএনপি’র  রাজপথে উঠতে না পেরে নৌ শূণ্য জলাশয়ে  ইঞ্জিন চালিত ট্রলারে  চড়ে নৌপথ অবরোধের নামে ( ৭-৮ জন)  লোক নিয়ে  ফটো শেসন করে দ্রুত শটকে পড়ার বিষয় টিকে হাস্যকর বলে দাবি করেছেন। তারা বলেন বিএনপি একটি বিনোদনের দল এরা গাড়িতে চড়ে আসে গাড়ি অবরোধ করতে,  নৌকা দিয়ে যায় নৌ পথ অবরোধ করতে, কোত্থেকে কোন লোক ধরে এনে জো বাইডেনের  উপদেষ্টা বানায়। বিএনপি আর জাতির হাস্য-খোরাকে  পরিণত হয়েছে।
    টহল রতন নৌ -পুলিশের কাছে জানতে চাইলে তারা বলেন মেঘনা নদীর মূল নৌ চলাচল রুটে নৌ অবরোধের কোন ঘটনা ঘটেনি।
    এ বিষয়ে সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে নৌ-পথ অবরোধের বিষয়টি তার জানা নেই বলে জানান।