ধন‍্য এ জনম


প্রকাশের সময় : মে ৩১, ২০২২, ২:৩৪ অপরাহ্ণ / ৩৪৪
 ধন‍্য এ জনম
মোঃ ইসহাক মিয়া
অসীম সীমানা হত হইলে গগন,
সমুদ্র হলে হতাম অতল গভীর।
চন্দ্র হলে জোছনায় কাটিত আঁধার,
সূর্য হলে ভরাতাম আলোতে ভুবন।
জল দানে বাঁচাতাম জীবের পরাণ,
নদী হলে ভূমি ছিঁড়ে  ছুঁয়ে রত্নাকর।
বৃষ্টি হলে মিটাতাম তৃষ্ণা চাতকের,
ফুল হলে অকাতরে ছড়াতাম ঘ্রাণ।
প্রজাপতি পাখি আরো জগতের সব,
যাহা দেখি তাহা হতে মম মন চায়।
ভেবে দেখি অবশেষে যা সৃজিল রব,
সমস্ত কিছুই এই মানব সেবায়।
কোন কিছু না হয়েই ধন‍্য এ জনম,
নহে কেহ সৃষ্টি কূলে মানুষের সম।