দিনব্যাপী খানসামায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৩, ৩:৫০ অপরাহ্ণ / ৮৮
দিনব্যাপী খানসামায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন

উজ্জ্বল রায়, খানসামা প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর আর্থিক সহযোগিতায় নীলফামারী সৈয়দপুরের মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন।

শনিবার সকালে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বৃষ্টিকে উপেক্ষা করে এ ক্যাম্প উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

জানা যায়,ক্যাম্প চলবে বিকেল ৪টা পর্যন্ত।ক্যাম্পে চক্ষু রোগীদেরকে প্রয়োজনীয় প্রেসক্রিপশন ও চিকিৎসা সেবা প্রদান করা হবে এবং ছানি আক্রান্ত রোগীদেরকে অপারেশন করানো হবে।

এসময় মরিয়ম চক্ষু হাসপাতালের ডিজিএম জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এক্সিকিউটিভ অফ এডুকেশন তাশরিক ইনতেহাব সৈকত,দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির খানসামা উপজেলা প্রতিনিধি মাহবুবুর রহমান,আব্দুল জব্বার প্রমুখ।