দান
প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২২, ৫:৫৭ অপরাহ্ণ /
২৮৯

অভিষেক রায় সাহা
এ কেমন দান তোমার
হে করুণা
ময় সৃষ্টিককর্তা,
দিয়ে আবার কেঁড়ে নিলে এ কেমন দান।
মোমবাতি
তো এখনো ফুরাই নাই,
তবে কেন আগুন নিভিয়ে দিলে।
এটুকু সময়ে মোমবাতির
আলোতে
অন্ধকারে সব খুঁজে পাইনি,
কিছু কিছু চাওয়া পাওয়া লুকিয়ে
আছে অন্ধকারে।
সেগুলো অন্ধকারেই থাক ।
আপনার মতামত লিখুন :