দলঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই আ.লীগকে পরাজিত করতে পারবে না ঃ রেলমন্ত্রী
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১০:৩১ অপরাহ্ণ /
৪৪

আমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি পঞ্চগড় প্রতিনিধি ঃ
আওয়ামী লীগ দল যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আগামী নির্বাচনে কোনো শক্তিই আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপিত মো. নূরুল ইসলাম সুজর এমপি।
তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল। তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতিশীল নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে অবিশ্বাস্য রকমের উন্নয়ন হচ্ছে। এদেশের যা কিছু অর্জন বিশেষ করে ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন সব কিছুই এসেছে আওয়ামী লীগের হাত ধরে। আওয়ামী লীগের হাত ধরেই আমরা বঙ্গবন্ধুব স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারবো।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বোদা উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতির ওপর জোর দিয়েছেন বলেই আজকে আমাদের নারী পৃথিবীকে পথ দেখাচ্ছে। নারীর যে ক্ষমতায়ন বাংলাদেশে হয়েছে, পৃথিবীর আর কোনো দেশে গত এক দশকে এভাবে হয়নি।
মন্ত্রী বলেন, উন্নয়নের ধারা ব্যাহত করতে দেশি-বিদেশি শত্রুরা আওয়ামী লীগ ও তার সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
এর আগে জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আমন্ত্রিত অতিথিদের নিয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি নীলুফার ইয়াসমিন।
বোদা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি গুলশান আরা পাপরীর সভাপতিতে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মালেকা ইয়াসমিন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, সহ অন্যান্য নেতারা।
রেলমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজকে নারীরা সেনাবাহিনীতে শুধু অফিসার পদে নয়, সেনা সদস্য ও পুলিশ বাহিনী হিসেবেও কাজ করছে। আজ তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি, ডিসি, এসপি, যা ১৪ বছর আগে কেউ ভাবেনি। আমাদের নারীরা এভারেস্ট জয় করেছে, হিমালয় শৃঙ্গে উঠেছে, মহাসাগর পাড়ি দিচ্ছে। বাংলাদেশে প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রী নারী, সংসদের স্পিকার নারী, সংসদ নেতা ও উপনেতাও নারী, শিক্ষামন্ত্রী নারী। নারীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর দিয়েছেন বলেই এ সব সম্ভব হয়েছে।’
জেলা যুব মহিলা লীগ সভাপতি নীলুফা ইয়াসমিন বলেন, নারীরা আজ আর পিছিয়ে নেই। বরং পুরুষদের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। নারীর এই ক্ষমতায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। তাই নারী নেতৃত্ব অক্ষুন্ন রাখতে এবং দেশের উন্নয়নে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপিত মো. নূরুল ইসলাম সুজর এমপি বোদা উপজেলা যুব মহিলা লীগের গুলশান আরা পাপড়ি সভাপতি ও মোনালিসা আকতার আইরিনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
এ সময় দলের প্রয়াত নেতা কর্মীদের স্মরণে এবং আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা কর্মসুচি পালন করা হয়। সবাই দাড়িয়ে এই নিরবতায় অংশ নেন। সম্মেলনে বোদা উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌর সভার হাজার হাজার যুব মহিলা লীগের নেতা কর্মী অংশ নেন।
আপনার মতামত লিখুন :