ArabicBengaliEnglishHindi

তারাকান্দায় ট্রাকচাপায় সিএনজি চালকসহ নিহত ২


প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২২, ৫:১৮ অপরাহ্ণ / ৩২
তারাকান্দায় ট্রাকচাপায় সিএনজি চালকসহ নিহত ২

জেলা প্রতিনিধি:-  ময়মনসিংহের তারাকান্দায় শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের চাপায় সিএনজি চালকসহ ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে তারাকান্দা থানা পুলিশ।

এর আগে এদিন সকাল পৌনে ১১টার দিকে তারাকান্দা উপজেলার গোপালপুর খামারবাজার নামক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের মো. সোহাগ মণ্ডল ও সিএনজির চালক ইমাদপুর গ্রামের মো. হাফিজুল ইসলাম।

জানা গেছে, নিহত সোহাগ মণ্ডল তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সিএনজিতে করে নিজ ময়মনসিংহ যাচ্ছিলেন। এ সময় ট্রাকটি সিএনজিকে মুখোমুখি ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, অসর্তকভাবে সিএনজিটি দ্রুতগতিতে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনার পরে ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

%d bloggers like this: