ঢাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৩, ১১:৩৯ অপরাহ্ণ / ২১
ঢাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন। আজ রোববার রাত সোয়া ৮টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। গত ৩৩ বছরে কোনো ফরাসি প্রেসিডেন্টের এই প্রথম ঢাকা সফর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে স্বাগত জানান। সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
আজ রাতে রাজধানীর একটি হোটেলে মাখোঁর সম্মানে প্রধানমন্ত্রী নৈশভোজের আয়োজন করেছেন।
জানা গেছে, আগামীকাল সকালে ম্যাক্রোঁ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এরপর দুই নেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
ফরাসি প্রেসিডেন্টের আগামীকাল দুপুর ২টায় ঢাকা ত্যাগের কথা রয়েছে।