জুড়াবে পরান


প্রকাশের সময় : জুন ১৮, ২০২২, ১২:০৫ অপরাহ্ণ / ২৬৬
জুড়াবে পরান
 মোঃ ইসহাক মিয়া
তব লাগি মম চিত্ত,কান্দে অহর্নিশ,
কোন পরানে বান্ধিয়া হিয়া,আছ দূরে?
আমি অভাগিনীরে কি,পরে না গো মনে?
চরণ দাসী তব,ভাবী শয়নে স্বপনে।
অমৃত ন‍্যায় বচনে,হৃদ নিয়ে হরি,
অঙ্গীকারে করেছিলে প্রেম আলিঙ্গন।
হবে না জুদা,জনমে,এপার ওপারে।
কোন দোষে ভুলে মম,আছ নির্বাসন?
হেরি না চন্দ্র বদন,কতদিন হল!
দয়া বলে দাও দেখা, ভুল ক্ষমা করে।
অন্তরে অন্তর তুমি,মম ধ‍্যান,জ্ঞান,
নিঃশ্বাসে,বিশ্বাসে,মিলে অস্তিত্ব আমার।
তোমার বিরহে বপু,শোকে জড়জড়া,
শুধু তব ইক্ষণেই ,জুড়াবে পরান।

সাহিত্য বিভাগের আরো খবর

আরও খবর