জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার লক্ষে আহ্বান জানান….রেলপথমন্ত্রী


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৩, ৮:২৫ অপরাহ্ণ / ১৫
 জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার লক্ষে আহ্বান জানান….রেলপথমন্ত্রী

 

মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের বোদা উপজেলায় আজ ১৭ সেপ্টেম্বর রবিবার স্থানীয় সরকার উযযাপন উপলক্ষে উন্নয়ন মেলা /২৩ অনুষ্ঠিত হয়।       আলোচনা সভায় রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম সুজন  বোদা উপজেলা পরিষদের বটমূল চত্বরে স্থানীয় সরকার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। তিনি মেলার স্টোল পরিদর্শন করে, শোভাযাত্রায়  অংশগ্রহণ করেন, পরে তিনি বেলুন উড়িয়ে স্থানীয়  সরকার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর মন্ত্রী মহোদয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার লক্ষে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে  জঙ্গী ও সন্ত্রাসমুক্ত একটি উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান জানান।তিনি বক্তব্য শেষে উপজেলা পরিষদ চত্তরে পরিবেশ ও দেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগান ও পরিবেশ বাঁচান এই উপলক্ষে বোদা উপজেলা পরিষদ চত্বরে কয়েকটি ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন।

এসময় বিশেষ অথিথী হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরুক আলম টবি,  বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা,বোদা উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা,

বোদা পৌর মেয়র আলহাজ্জ আজাহার আলী, বোদা পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ আবু মোঃ ইমতিয়াজ হোসেন মির্জা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউসুফ আলী দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মখলেছার রহমান জিল্লু ও মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষিরাণী বর্মন ও ১০ টি ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।