ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু উত্তরায়


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২২, ৮:২৪ অপরাহ্ণ / ৯২
ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু  উত্তরায়
নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর উত্তরায় ৬ নম্বর সেক্টরে ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মী মারা গেছেন। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহকর্মীর নাম রুবি বেগম (১৮)।
রুবিকে হাসপাতালে নিয়ে আসা গৃহকর্তা আনিস চৌধুরী বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে কাউকে না জানিয়ে ছয়তলা বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন রুবি।

তাঁকে উদ্ধার করে প্রথমে উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে অন্য আরেকটি হাসপাতালে ভর্তি করার পর তাঁর অবস্থার অবনতি হয়। এরপর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তাঁর বাড়ি নেত্রকোনার সদর উপজেলায়। তাঁর বাবার নাম চাঁন মিয়া।