মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (BCPRTA) এর সদস্যরা একটি চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে করেছেন।জানা গেছে, চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনটি সাব্বির নামে এক যুবক বোদা বাজারে টেকনিশিয়ানদের দোকানে লক খুলতে আসলে বৈধ কাগজ পত্র না দেখাতে পারালে বি সি পি আরটি এ কতৃপক্ষ বোদা থানা আইন শৃঙ্খলা বাহিনী নিকট হস্তান্তর করছেন সেল ফোন টেকনিশিয়ানরা। এভাবে বোদা উপজেলার সেল টেলিফোন এশোসিয়েশন এলাকার প্রায় শত শত চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে এলাকায় ব্যাপক সাফল্য কুড়িয়েছে। আজ ১৪ এপ্রিল শুক্রবার একটি “আইটেল ভিশন -২” এন্ড্রয়েড মোবাইল ফোন সাব্বির নামে এক ব্যক্তি বোদা বাজার সোনালী টেলিকমে লক খুলতে আসেন এবং মোবাইল ফোনটির বিষয়ে সঠিক তথ্য দিতে না পারায় সন্দেহ হওয়ার কারনে বোদা থানার ডিউটি অফিসার কে অবগত করে মোবাইল ফোন টি জব্দ করা হয়। সাব্বির কে এ বিষয়ে ব্যপক জিজ্ঞাসাবাদেরর মাধ্যমে সে স্বীকার করেন গত ১০ জুলাই মোবাইল ফোন টি তার মামার বাড়ির বিয়ে অনুষ্ঠান থেকে সে চুরি করেছে বলে জানায়। এরপর তার মামা আজাহার আলীকে মোবাইল ফোনের মাধ্যমে বিষয় টি জানানো হয় এবং আজ রাত ৮ ঘটিকায় আজাহার আলী মোবাইল ফোনের সকল তথ্য নিয়ে বোদা থানায় উপস্থিত হলে বোদা থানার সেকেন্ডে অফিসার জনাব আবু বক্কর সিদ্দিক এর মাধ্যমে বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর সদস্যরা মোবাইল ফোন টি মুল মালিকের কাছে হস্তান্তর করেন। এসময় বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন BCPRTA এর কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ নুরুজ্জামান। বোদা থানার সেকেন্ডে অফিসার জনাব আবু বক্কর সিদ্দিক এই উদ্যোগকে স্বাগত জানান এবং মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে কেউ সমস্যা তৈরি করলে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা কমিটির সভাপতি বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সহ অনেকে।
আপনার মতামত লিখুন :