চলছে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২২, ৫:০৪ অপরাহ্ণ / ৯১
চলছে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:- যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেল ৪টার পর গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যান।

যুক্তরাজ্যের লন্ডনে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন। তিনি রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণ অনুষ্ঠানে যোগ দেন।
এরপর ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন। নিউইয়র্কে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দেন।