গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি আটক


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২২, ৮:৫০ অপরাহ্ণ / ৯২
গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি আটক

নাটোর প্রতিনিধি:- নাটোরের গুরুদাসপুরে পরিকল্পিতভাবে রাত্রী খাতুন (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

জানা যায়, শনিবার ভোরে পৌর সদরের খামারনাচকৈড় খোয়ারপাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে। ৪ বছর আগে খামারনাচকৈড় খোয়ারপাড়া মহল্লার রঞ্জু প্রামানিকের মেয়ে রাত্রী খাতুনের সাথে প্রতিবেশী রবিউল ইসলামের ছেলে নাঈমের বিয়ে হয়। তাদের ঘরে রাব্বী নামে দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মা আরবি বেগম ও ছেলে নাঈমকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।