উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির আয়োজনে এবারে সর্বপ্রথম একসাথে সর্বোচ্চ মোট: ১০০ জন দরিদ্র পক্ষাঘাত গ্রস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প সুবর্ণ খুলী বিডি ০২১৬ এর আয়োজনে ৮৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী চাল ১২ কেজি,২লিটার সয়াবিন তেল,লবন ২কেজি,১কেজি মশর ডাল ও ২৯৫ টি পরিবারকে ১টি করে মশারী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে খানসামা উপজেলা পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বিতরন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,ইউএনও তাজ উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম,দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী,খানসামা থানা ওসি চিত্তরঞ্জন রায়,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,সমাজসেবা অফিসার মাসুদ রানা,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আলোকঝাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মকছেদুল গণি রাব্বু শাহ,দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস,আইটি ম্যানেজার সম্রাট বাবর,খানসামা প্রতিনিধি মাহবুবুর রহমান,আব্দুল জব্বার,উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প সুবর্ণ খুলী বিডি ০২১৬ এর ব্যাবস্থাপক কুমোদ রায়,সমাজ কর্মী নীতি রায়,টিউটর সনি রায় সহ আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সুবিধা ভোগী গণ।
আপনার মতামত লিখুন :