কুড়াল দিয়ে কুপিয়ে যুবককে হত্যা,পাবনায়


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২২, ৫:৫১ অপরাহ্ণ / ১০০
কুড়াল দিয়ে কুপিয়ে যুবককে হত্যা,পাবনায়

জেলা প্রতিনিধি:- পাবনায় প্রতিপক্ষের কুড়ালের আঘাতে শরিফুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শরিফুল ইসলাম ওই গ্রামের সামাদ সরদারের ছেলে। তিনি একজন কসমেটিকস ব্যবসায়ী।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ভাড়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) সুলতান মাহমুদ বলেন, শরিফুলে পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে কোন্দল চলছিল। এনিয়ে ইউনিয়ন পরিষদে সালিশি বৈঠক করেও কোনো সমাধান করা যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শরিফুল ইসলামের সঙ্গে স্বপন ও শাহীনের বাঁশ ঝাড়ের মালিকানা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বেলা ১১টার দিকে কাটতে যান শরিফুল ইসলাম। এ সময় তার প্রতিপক্ষ চাচাত ভাইয়েরা শরিফুলকে বাধা দেন। এসময় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে স্বপন ও শাহীন মিলে শরিফুলকে কুড়াল দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান হয়।মামলার পর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।