কালিয়া উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণ


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ৬:৫৭ পূর্বাহ্ণ / ৩৫
কালিয়া উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণ
মোঃ উজ্জল শেখ স্টাফ রিপোর্টার
 ২০২৩,২৪অর্ধ বছরের প্রান্তিক কৃষকদের মাঝে, রবি মৌসুমী বোরো ধানের হাইব্রিডের ধানের বীজ ব্যবহার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য প্রোমোদনার  কর্মসূচি আলতায়া ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ  বিতরণ করে কালিয়া উপজেলা কৃষি অফিস,    ১৪ নভেম্বর সকাল ৯ টায় বীজ বিতরণ অনুষ্ঠান শুরু হয়
 কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা সভাপতিত্বে
 অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কৃষ্ণ পদো ঘোষ। উপজেলা মহিলা ভাইস  চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি। ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফেরদাউস হোসাইন উপস্থিত কালিয়া প্রেস ক্লাবের  সাংবাদিকদের উপজেলা সহকারী কৃষি অফিসার এস এম রুবেল হোসেন জানান   ৩৬০০ জন কৃষক কে এই বীজ দেওয়া হবে।