কাকে কী বলি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ / ১০৮
কাকে কী বলি

বিধান চন্দ্র দেবনাথ

গুগলে চাকুরি করলে
তাঁরা হয় গুগলার,
ব্লগে কিছু লিখলে
তাঁরা হয় ব্লগার।
কোন পোস্টে লাইক দিলে
তাঁরা হয় লাইকার,
মোটর বাইক চালালে
তাঁরা হয় বাইকার।
ঘৃনার চাষ করলে
তাঁরা হয় হ্যাটার,
ভালো কিছু করলে
তাঁরাই হয় ব্যাটার।
গান যদি গাইতে পারো
হয়ে যাবে গায়ক,
নাচানাচির সাথে গান
তাঁরাই হলো নায়ক।।