করতোয়ায় নৌকা ডুবিতে মৃত্যু সংখ্যা বেড়ে -৬৭, অধিকাংশই শিশু ও নারী।
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২২, ১:০০ অপরাহ্ণ /
১৪০

মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধঃ- বোদা মাড়েয়া আউলিয়া ঘাটে করতোয়া নদীতে নৌকা ডুবিতে গত ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ তারিখ পর্যন্ত ৭২ ঘন্টার পর নিখোঁজ মৃত লাশগুলি পানিতে ভেসে উঠেছে।
গতকাল ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার আরো ১৭ জনের লাশ উদ্ধার হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা দাড়াল ৬৭ জনে।
ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক মাহবুব ইসলাম জানান,ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটের দল সকাল ৫ থেকে দিন-রাত পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
গতকাল ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাতটার সময় দেবীগঞ্জ থানার শালডাঙ্গা, দাড়ের ঘাট,ও ময়নামতির চর ও বীরগঞ্জ এলাকা থেকে ফুলে ফেপে ভেসে উঠা আরো ১৭ টি লাশ উদ্ধার করেছ এদের মধ্যে অধিকাংশই নারী শিশু।লাশের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করছেন অনেকেই।এদিকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি কল্যান ট্রাষ্ট তহবিল থেকে প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা অনুদানের ঘোষনা করছেন।
আপনার মতামত লিখুন :