এই নিবে যমে
প্রকাশের সময় : জুন ১৩, ২০২২, ৪:৩৫ অপরাহ্ণ /
৩৮৩

মোঃ ইসহাক মিয়া
ছুটে না তনু আগের মত,অশ্ব ন্যায়,
দুষ্টুমিতে নাহি মাতে,কায়া,হিয়া,জ্ঞান।
মজে নাকো দিল,যেথা সেথা ভুল কর্মে।
অল্প ব্যাথা চিত্তে পেয়ে,আঁখিপাতে জল
আসেনা। একটু স্নেহে,ভেজা লোচনেই,
আহ্লাদে মুখ হাসে না।পাল্টে গেছে সব।
বিষাদ সাগর বক্ষে ধরে,হাসি মুখে
জের করে রই,আছি মম মহা সুখে।
হেটে গেলে ক্লান্ত লাগে,দৌড় দূর বুলি,
ঝিমুচ্ছে ইন্দ্রিয় যেন,নিভু নিভু আলো।
চুলে পাঁক নড়ে দাত,রুচি গেছে কমে,
হৈ হুল্লোড় মাথা ধরে,নিভৃতে ঐ ভাল।
পীড়া ধরে গুন ন্যায়,বপু জড়জড়,
সদা পড়ে চিত্তপটে,এই নিবে যমে।
আপনার মতামত লিখুন :