উড়নচণ্ডী 


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২২, ১১:১৭ পূর্বাহ্ণ / ২৩৫
উড়নচণ্ডী 
লিটন রায়
আমি হারিয়ে জেতে চাই
পরিবর্তনে স্রতে,
যেখানে কেউ চিনেনা, জানেনা,
অন্ধকারে গুছিয়ে নেব এই আমাকে।
থাকবেনা অজস্র ধারায় নীরব আকতি
অথবা হৃদয়ে দোলা এই প্রেম আরতি,
থাকবেনা সময়, বেধে দেয়া কোনো নিয়ম
স্বপ্নে যত আঁকা ছবি হোক সংবরণ।
কখনো দেখি যদি প্রকৃতির ললিত ছবি
মাঝে মাঝে ভালোবাসবো,আবার ভুলে যাব,
আবার মনের খাতায় একে নেব
মন ভাঙ্গা স্বপ্নে বরাত অবধি।
এ ভাবেই কেটে যাবে অসম্ভব অসঙ্গতে
হটাৎ এক দিন মানুষ হবো,
সেদিন হয়তো তুমিও খুঁজবে
 হারিয়ে যাইনি,আছি তোমার অনুভবে।

সাহিত্য বিভাগের আরো খবর

আরও খবর