ইয়াবাসহ যুবক আটক


প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২২, ১:২৭ অপরাহ্ণ / ১০৬
ইয়াবাসহ যুবক আটক

 বাঘা রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর বাঘায় ১২১ টি ইয়াবা বড়িসহ মাইনুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার নারায়নপুর সড়কঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, উপজেলার পাকুড়িয়া গ্রামের মক্কেল আলীর ছেলে মাইনুল ইসলাম নিজ এলাকা থেকে ১২১ টি ইয়াবা বড়ি নিয়ে উপজেলা সদরে আসছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ তাকে নারায়নপুর সড়কঘাট এলাকায় আটক করে।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে তার নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।