ইসলামপুরে জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক সহযোগিতা
প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ /
১৮

শরিফ মিয়া জামালপুরঃ
শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে জামালপুরে ইসলামপুরে জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় মনোনয়ন প্রত্যার্শী নিজস্ব অর্থায়নে বিভিন্ন পূজা মন্ডপের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলায় ২০টি পূজা মন্ডপের সভাপতি,সাধারণ সম্পাদকের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন,জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জামালপুর জেলা সভাপতি মোস্তফা আল মাহমুদ।
এ উপলক্ষ্যে শুক্রবার (২০অক্টোবর) সন্ধ্যায় বিভিন্ন মন্ডপে পরিদর্শন করেন সেই সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পাটি সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন,সহ-সভাপতি ফেরদৌসুর রহমান সরকার,জুয়েল সরকার,সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু,যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সাইদুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক খালেক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ, পৌর শাখার সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
মনোনয়ন প্রত্যার্শী মোস্তফা আল মাহমুদ বক্তবো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের হাজার বছরের ঐতিহ্য। আমারা এ চেতনায় বিশ্বাসী। জামালপুর জেলা ইসলামপুরে তাই শারদীয় দূর্গাপূজা কে সার্বজনীন উৎসবে পরিণত করার লক্ষ্যে আমরা আমাদের অবস্থান থেকে কাজ করে যাচ্ছি। তিনি সবাইকে শারদীয় দূর্গা পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।
আপনার মতামত লিখুন :