আহত সময়


প্রকাশের সময় : মে ৩১, ২০২২, ৩:৪৯ পূর্বাহ্ণ / ৩০৯
আহত সময়

আফরিনা পারভীন

দুঃখ সয়ে গেছি।
দুঃখ আর আমাকে আহত করেনা।
নিন্দুকের রোষানলে পীড়িত হয়েছি বহুবার,
তাই দুঃখ এখন বেশী আর পীড়া দেয়না।
মহান আত্মা সব সময় আমার সাহস জোগায়,
তাই ভয়ও পাইনা কোন অশনি সংকেতে।
মিথ্যাচারী,মিথ্যুক, ধোকাবাজ’রা তাই-
পারেনা বজ্রে বেশী আঘাত হানতে।
গা সওয়া, পা সওয়া হয়েছে কুকুরের কামড়।
জ্বলন হয়না শরীরে কোন অনলে,
সাইকো প্রমের সাড়া দিয়ে হয়েছি নত কতবার
সাইকো হয়না ভালো তাই হইনা নত আর!
পুড়ে পুড়ে খাঁটি তো করেছে তারাই আমায়
তাই তাদের সঠিক পথের স্বাগত জানাই।