আবারো পদ্মা সেতুতে দূর্ঘটনা,ট্রাক উল্টে ৫ জন আহত


প্রকাশের সময় : জুন ২৭, ২০২২, ৫:৩১ অপরাহ্ণ / ৩৩১
আবারো পদ্মা সেতুতে দূর্ঘটনা,ট্রাক উল্টে ৫ জন আহত

মুন্সীগঞ্জের মাওয়া থেকে আসা ঢাকাগামী ট্রাক উল্টে ৫ জন আহত হয়েছেন। পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী ট্রাক উল্টে যায়। তবে এতে সেতুর কোনো ক্ষতি হয়নি। পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে সোমবার (২৭ জুন) বিকেল ৫.৩০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সদস্য জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত গতিতে গাড়িটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ৫ জনের মদ্ধে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ বলেন, ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এ ব্যাপারে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন আইনের চোখকে বলে, ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৫জন আহত হয়েছেন। তবে সেতুর কোনো ক্ষতি হয়নি।