অমর হব
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২২, ৩:৫৯ অপরাহ্ণ /
২৬৭

মোঃ ইসহাক মিয়া
মানিব না পরাজয় অর্জিব বিজয়,
একাগ্র চিত্তে করে সাধন।
কেন কারো মত হতে চাইব?
প্রতিষ্ঠিত হব খাঁটিয়ে জ্ঞান ।
করে সৃষ্টি অমর হব ধরাতে,
অন্যকে বানাব মোর দিশারী।
হেরি স্বপন সার্থক হবে জীবন,
সৃষ্টিতে মনুষ্য হৃদে বাসকরি।
আপনার মতামত লিখুন :