ArabicBengaliEnglishHindi

অবৈধ ভাবে ইস্কুলে জমি জায়গায় খাচ্ছে এলাকায় কিছু সংখ্যা নেতা


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২২, ১:২৮ অপরাহ্ণ / ৩৪
অবৈধ ভাবে ইস্কুলে জমি জায়গায় খাচ্ছে এলাকায় কিছু সংখ্যা নেতা

 

মোঃ মোমিন ইসলাম সরকার উপজেলা প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা / পৌরসভার ৮ নং ওয়াড়ে নতুন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ১.০০ একর জমি ছিলো এখন সেই বিদ্যালয়ের মোট জমি ৪০ হইতে ৪৫ শতক,

জমি দেখা যায় বাকি জমি এলাকার কিছু প্রাভাব শালি লোকজনের কাছে জোর করে খাচ্ছে এই নিয়ে প্রাধান শিক্ষকের সাথে কথা বলতে গেলে কিছু বলতে পারেনা আরও বলে যে আমি একজন শিক্ষক হয়ে কিছু করতে পারবোনা কারণ কমিটির সভাপতি সাথে কথা বলতে হবে ইস্কুলে জমি কম থাকায় ছাএ ছাএী দের খেলা ধুলার খুব কষ্ট হচ্ছে দির্ঘদিন ধরে ইস্কুলের জমি মানুষের দখলে রয়েছে প্রাশাসনিক ভাবে বেব্যাসতা নেওয়ার দরকার বলে মনে করছে এলাকায় বাসি।